আরেক ধাপ পিছিয়ে রবি এগিয়ে ইস্টার্ন কেবলস

নিউজ ডেস্ক: লেনদেন শুরুর পর টানা দুই দিন দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ তালিকায় থাকলেও চতুর্থ দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আরেক ধাপ পেছালো রবি আজিয়াটার শেয়ার দর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির দিক দিয়ে এগিয়ে গেছে ইস্টার্ন কেবলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইস্টার্ন কেবলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

গত কার্যদিবসে রবি আজিয়াটা চতুর্থ স্থানে থাকলে তা আরও এক ধাপ পিছিয়েছে। এবার চতুর্থ স্থানে রয়েছে ইন্ট্রাকো। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রবি আজিয়াটা। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ দশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ম্যাকসন্স স্পিনিং, বে-লিজিং, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো।