আমেরিকার বিক্ষোভ সহিংসতায় নিহত ১১, আটক ৯৩০০

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েডের হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত ও কয়েকশ’ ব্যক্তি আহত হয়েছে।
বুধবার লস অ্যাঞ্জেলেসভিত্তিক কেটিএলএ টেলিভিশনের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর যারা বিক্ষোভে মারা গেছে, তাদের মধ্যে শিকাগো, ডেট্রয়েট, ওমাহা, ডেভেনপোর্ট, ওকল্যান্ড, ল্যুইভিলের বাসিন্দা রয়েছে। তাদের বেশিরভাগই আফ্রিকান-আমেরিকান।

কেটিএলএ ে ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওকল্যান্ডে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস অফিসার ৫৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ডেভ প্যাট্রিক আন্ডারউড গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এসময় আরেকজন অফিসার গুরুতর আহত হয়। ওমাহায় ২২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ জেমস স্কারলক নিহত হয়েছে। এক ব্যক্তি স্কারলককে লক্ষ্য করে গুলি করলে তার মৃত্যু হয়। এছাড়া, বিক্ষোভে সহিংসতায় কয়েকশ’ মানুষ আহত হলেও তাদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম এপির তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে আমেরিকায় ৯ হাজার ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে লস অ্যাঞ্জেলেসে দুই হাজার ৭০০ এবং নিউ ইয়র্কে দেড় হাজার বিক্ষোভকারী রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে লুট, কারফিউ ভঙ্গ এবং সড়কে ব্যারিকেড দেওয়ার অভিযোগ আনা হয়েছে।