আমেরিকার ক্ষেপণাস্ত্র ও স্ট্রাইক ড্রোন ধ্বংস করতে হবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া অস্ত্র চুক্তির আওতায় যেসব অস্ত্র নিষিদ্ধের তালিকায় পড়েছে আমেরিকাকে তা ধ্বংস করতে হবে। পাশাপাশি ওয়াশিংটনকে ওই চুক্তি বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। সম্প্রতি আমেরিকা এ চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) বলেছে, তারা মস্কোয় নিযুক্ত আমেরিকার সামরিক অ্যাটাশেকে তলব করে এ চুক্তির প্রতি অনুগত থাকতে ওয়াশিংটনকে নোট দিয়েছে। এতে বলা হয়েছে, জোরালোভাবে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ বাস্তবায়নের দিকে আমেরিকাকে ফিরে আসতে হবে। এছাড়া, রোমানিয়ায় মোতায়েন ক্ষেপণাস্ত্র ও স্ট্রাইক ড্রোন ধ্বংস করারও দাবি জানিয়েছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, ১৮০ দিনের জন্য তার দেশ আইএনএফ স্থগিত করবে। এর মধ্যে রাশিয়া চুক্তি লঙ্ঘন বন্ধ না করলে স্থায়ীভাবে ওয়াশিংটন চুক্তি থেকে বেরিয়ে যাবে। চুক্তি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে আসছে।

সুএ: পার্সটুডে