আমাদের মেধাবী সন্তানরা বিদেশ চলে যাচ্ছে কেন?’

আমাদের মেধাবী সন্তানরা বিদেশ চলে যাচ্ছে কেন?

চট্টগ্রাম সংবাদদাতা: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, আমাদের দেশের মেধাবী সন্তানরা উচ্চ শিক্ষা গ্রহণ করে বিদেশ চলে যাচ্ছে। অথবা কেউ বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে সেখানেই থেকে যাচ্ছে। কিন্তু কেন? কেন আমরা আমাদের মেধাবী সন্তানদের ধরে রাখতে পারছি না? আমি মনে করি, আমাদের দেশের মেধাবীদের ধরে রাখার মত কোনো ভিশন নেই বলে এমনটি হচ্ছে। অথচ চীন, ভিয়েতনামে এমনটি মোটেও হয় না। আর মালয়েশিয়ায় এ ব্যাপারে একটি প্রকল্পও আছে। বিষয়টি নিয়ে আমাদেরও ভাবার সময় এসেছে।’

গতকাল শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি বলেন, দেশের শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষিত জনশক্তিকে কাজে লাগানোর সুদূরপ্রসারী পরিকল্পনা এবং ভিশন নিয়ে এগিয়ে যেতে হবে। এটি এখন সময়ের দাবি। অন্যথায় শিক্ষিত ছেলেরা বিদেশমুখী হওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ‘প্রতিবছর ৮ লাখ কর্মক্ষম মানুষ তৈরি হচ্ছে। কিন্তু তাদের চাকরি দেওয়ার মত ব্যবস্থা আমাদের নেই। আবার চাকরি খুঁজতে খুঁজতেও অনেকের নির্দিষ্ট বয়স শেষ হয়ে যায়। বিষয়টি দুঃখের। তাই আমরা নানাভাবে চেষ্টা করে চাকরিতে প্রবেশ এবং বের হওয়ার সময়সীমা বৃদ্ধি করেছি।’

তিনি বলেন, ‘যিনি যে বিষয়ে অভিজ্ঞ এবং অ্যাকাডেমিক জ্ঞান ভালো, তাকে সে কাজে ব্যবহার করাই উচিত। কিন্তু আমাদের দেশে সরকারি উচ্চ পর্যায়ের চাকরির ক্ষেত্রে এটি প্রায় অনুসরণ হয় না। ফলে এক সচিব একটি মন্ত্রণালয়ের নানা বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠার পরই অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যান। নতুন সচিব আসলে তাকে আবারো সবকিছু নতুন করে শিখতে হয়। অথচ উন্নত বিশ্বে এমনটি হয় না। আমি বিদেশের অনেককেই জিজ্ঞেস করেছি তাদের উন্নয়নের পেছনের কারণ কি? তারা অকপটেই বলেছেন, তাদের মধ্যে যিনি যে বিষয়ে অভিজ্ঞ তাকে সে কাজেই নিয়োগ দেওয়া হয়।’