আমরা যুদ্ধের অবসান চাই: আফগান নাগরিকের আর্তি

আন্তর্জাতিক ডেস্ক:আফগান তালেবান ও আমেরিকা নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে। আশা করা হচ্ছে এবারের আলোচনা হবে এ যাবতকালের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে।
এবারের আলোচনায় অংশ নেয়ার জন্য তালেবানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মোল্লা বারাদার পাকিস্তান থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। আফগানিস্তানে ১৭ বছর ধরে যে সংঘাত চলছে তা অবসানের লক্ষ্য নিয়ে এবারের আলোচনা হতে যাচ্ছে। ২০০১ সালে মার্কিন সরকার আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালালে সংঘাতের সূত্রপাত হয়।
দোহা থেকে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, মোল্লা বারাদার মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদের সঙ্গে আলোচনায় বসবেন। চারদিন ধরে এ আলোচনা চলবে। কাতারে তালেবানের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, দুই মাস আগে তার প্রধান হিসেবে মোল্লাহ বারাদারকে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি পাকিস্তানে আটক ছিলেন।
আসন্ন বৈঠকে সম্পর্কে শফিকুল্লাহ নামে কাবুলের এক অধিবাসী বলেন, “আমরা যুদ্ধের অবসান চাই। প্রতিদিন নিরাপরাধ আফগান নাগরিকদের মৃত্যু দেখতে চাই না আমরা।#
সূএ: পার্সটুডে