আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইরানের তেল ট্যাংকারে হামলার দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ইরানের তেল ট্যাংকারের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ জলদস্যুতা হিসেবে গণ্য হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক সমাজও এ ধরণের তৎপরতা মেনে নেবে না বলে তিনি জানান। আন্তর্জাতিক পানিসীমায় নিজের নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে তিনি জানান।

সম্প্রতি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বলেছেন, ইরানের তেলের চালানের ওপর হামলা করতে পারে ইসরাইলি নৌবাহিনী।

তিনি দাবি করেন “মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে সমুদ্রপথে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বেড়ে যায় তাহলে তা রুখে দেয়ার জন্য ইসরাইলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ইরান এর আগেও ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছে, ইসরাইলের যেকোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে।

সূএ: পার্সটুডে