আবহাওয়া: ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

 

দেশের ছয় বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সমান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী তিন দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ২৩ মার্চ ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনা ও দিনাজপুরে চার মিলিমিটার।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।