আফগানিস্তানে অনিরাপত্তার জন্য দায়ী আমেরিকা

সিরিয়ার বিরুদ্ধে ওপিসিডাব্লিউর প্রস্তাব পাস উদ্দেশ্যপ্রণোদিত

আন্তর্জাতিক ডেস্ক : প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা ও বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানের অনিরাপত্তা ও অস্থিতিশীলতার জন্য আমেরিকা দায়ী। প্রতিবেশী দেশগুলোকে বাদ দিয়ে আফগান সংকটের সমাধান সম্ভব নয়।

আজ (মঙ্গলবার) জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক উপ-প্রতিনিধি ইংগ্রিড হেইডেন’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহিয়ান আরো বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে আফগানিস্তান অত্যন্ত গুরুত্ব পায় এবং আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বলে মনে করে। তিনি বলেন, আমেরিকা আফগান জাতি ও সরকারকে ইরান থেকে আলাদা করতে পারবে না এবং প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে রেখে আফগানিস্তানের বর্তমান সংকটের সমাধান হবে না।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, গত ৪০ বছর ধরে ইরানি জাতি আফগান জনগণের পাশে রয়েছে ও তাদের সহযোগিতা করছে এবং আফগান শরণার্থীরা ইরানে চাকরির পাশাপাশি পড়াশোনার সুযোগ পাচ্ছে।-পার্সটুডে