‘আদালতের সামনে থেকে মূর্তি’ না সরালে ঢাকা ঘেরাও’

হাইকোর্ট

চট্টগ্রাম: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণ না করলে ঢাকা ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে কয়েকটি ধর্মীয় সংগঠন। আজ শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির চট্টগ্রাম শাখা।

হেফাজতের চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপনের প্রতিবাদে এবং ওই মূর্তি অপসারণ ও হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন বাংলাদেশের গণমানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। কোনও মুসলমান মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক হিসাবে বিশ্বাস করলে তার ঈমান থাকবে না।’

মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করে হেফাজত নেতারা বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় ভাস্কর্যের নামে মূর্তি তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। যারা মূর্তির পক্ষে কথা বলছেন, তারা জনবিচ্ছিন্ন। এরা নাস্তিকদের দালাল। মূর্তি ও অপসংস্কৃতি চর্চা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে মূর্তি সংস্কৃতি কেন?’

বিশ্বের কোনও মুসলিম দেশেই সর্বোচ্চ আদালত চত্বরে মূর্তি নেই দাবি করে বক্তারা আরও বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কেন মূর্তি থাকবে? সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারণ করতেই হবে। অন্যথায় জান-মাল দিয়ে হলেও ঈমান রক্ষায় ইসলামি জনতা গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। সেটা সরকারের জন্য শুভ হবে না।’

অবিলম্বে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুমকি দিয়ে বক্তারা বলেন, ‘ঈমান, আকিদা ও ঐতিহ্য রক্ষা করতে মূর্তি অপসারণের দাবিতে প্রয়োজনে লাখ লাখ মানুষ নিয়ে ঢাকা শহর ঘেরাওসহ শাপলা চত্বরে আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। আগেরবার আমরা হেফাজতে আমিরের নির্দেশে শাপলা চত্বর ত্যাগ করেছি। এবারে মূর্তি না সরানো পর্যন্ত তৌহিদি জনতা শাপলা চত্বর ছাড়বে না।’ এসময় হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।

সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক মূর্তি অপসারণের চলমান আন্দোলন বানচাল করতেই হেফাজত নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ করে সমাবেশ থেকে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।