আটক ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন

চীনা পণ্যে চড়া শুল্ক আরোপ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তের গলওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের পর চীনের কাছে আটক থাকা ১০ ভারতীয় সেনাকে মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার কয়েক ঘণ্টা ধরে দু’দেশের মেজর জেনারেল পর্যায়ের বৈঠকের পর চীনের কাছে আটক থাকা ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে।

সোমবার রাতে গলওয়ান উপত্যকায় দু’পক্ষের সেনা সংঘর্ষে এক জন কর্নেলসহ ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। ওই সংঘর্ষের পর কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে দফায় দফায় আলোচনা হয়। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু জানায়নি।

গেল বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়,গলওয়ান উপত্যকার সংঘর্ষে আর কোন ভারতীয় জওয়ান নিখোঁজ নেই। ৭৬ জন জওয়ান আহত হয়েছে যার মধ্যে ১৮ জন হাসপাতালে এবং বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।