আগুন লেগে বিভিন্ন ব্র্যান্ডের ২ হাজার গাড়িসহ ডুবল জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:ইতালির একটি জাহাজ পোরশে, অডিসহ বিভিন্ন ব্র্যান্ডের দুই হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে আগুন লেগে ফরাসি উপকূলে ডুবে গেছে। বুধবার ডেইলি মেইলের খবরে এসব তথ্য জানা যায়।

গত মঙ্গলবার দুর্ঘটনায় পড়া গ্রিমালদি লাইনস নামের জাহাজটির সব নাবিককে জীবিত উদ্ধার করেছে ব্রিটেনের উদ্ধারকারী জাহাজ ।

খবরে বলা হয়, আটলান্টিক মহাসাগরে আগুন লাগা জাহাজটি ফ্রান্স উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।

জার্মানির পোরশে কোম্পানি জানায়, ওই জাহাজে তাদের ৩৭টি গাড়ি ছিল। সবচেয়ে দামি ৯১১ জিটিটু আরএস মডেলের একেকটি গাড়ির দাম ২ লাখ ৯৩ হাজার ২০০ ডলার। গাড়িগুলো ব্রাজিলের কিছু ক্রেতার জন্য বিশেষভাবে তৈরি করেছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

আর অডির গাড়িগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৪ হাজার ২০০ ডলার দামের গাড়ি ছিল জাহাজটিতে।