আইফেল টাওয়ার অন্ধকার রাখা হবে

আন্তর্জাতিক  ডেস্ক: শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হমলায় সর্বশেষ ২১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, এ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেওয়া হবে।

রবিবার সকালে রাজধানী কলম্বো ও এর আশপাশের তিন স্থানে হামলা চালানো হয়। কয়েকঘণ্টা পর হামলা হয় দেহিওয়ালা জেলার একটি হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায়। বেশিরভাগ হামলা চালানো হয় আত্মঘাতী বোমা ফাটিয়ে। তবে এখনও পর্যন্ত এসব হামলায় দায় কেউ স্বীকার করেনি।