ভারতের মহারাষ্ট্রে মদের হোম ডেলিভারি চালু হতে যাচ্ছে

ভারতের মহারাষ্ট্রে মদের হোম ডেলিভারি চালু হতে যাচ্ছে।কারণ হিসেবে সড়ক দূর্ঘটনাকে দেখিয়েছে মহারাষ্ট্রের আবগারি মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুল।খবর আনন্দ বাজার পত্রিকার।
চন্দ্রশেখর বাওয়ানকুলে সাংবাদিকদের বলেছেন, ‘‘এর উদ্দেশ্য একটাই। মদ খেয়ে রাজ্যে গাড়ি চালিয়ে দুর্ঘটনার সংখ্যা যে ভাবে বাড়ছে আর তাতে বাড়ছে মৃত্যুর হার, তাতে মদের হোম ডেলিভারি শুরু করার কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক ই-কমার্স ওয়েবসাইটগুলির মাধ্যমেই অর্ডার দেওয়া যাবে।’’

সে ক্ষেত্রে ২১ বছর বয়সীরা অর্ডার দিলে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিয়ার। আর বয়স ২৫ বছর বা তার বেশি হলে যাঁরা অর্ডার দিয়েছেন, তাঁদের বাড়িতে দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদ পৌঁছে যাবে।

মহারাষ্ট্র সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ভারতের আইনজীবী মহলের একাংশ।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে যে ৪ লক্ষ ৬৪ হাজার পথ দুর্ঘটনা ঘটেছিল, তার দেড় শতাংশই ঘটেছিল মদ খেয়ে গাড়ি চালানোর জন্য।