আবুধাবিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। তাদের জন্য বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট পাওয়ার পথ খুলছে। দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
আজ (বৃহস্পতিবার) আমিরাতের রাজধানী আবুধাবিতে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান শুরু হবে।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।