ট্রাম্পের প্রথম বিদেশ সফর, লক্ষ্য মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়ন

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে মুসলিম বিশ্বের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবে। সৌদি আরব যাওয়ার মধ্যদিয়ে গতকাল ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করলো। দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেতজনাপূর্ণ নানা ঘটনাবলী নিয়ে পক্ষে-বিপক্ষে সমালোচনা চলার মধ্যেই সে এ সফরে গেলো। খবর এএফপি’র।

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প তেল সমৃদ্ধ এ দেশে পৌঁছালে সে উষ্ণ সংবর্ধনা পেতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু রাশিয়ার সাথে তার নির্বাচনী প্রচারণা দলের সম্পর্ক থাকা না থাকা নিয়ে এফবিআই’র আরো তদন্তের খবরের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে।

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি তদন্তের ব্যাপারে প্রকাশ্যে সাক্ষী দিতে সম্মত হয়েছে। গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প কোমিকে ‘পাগল’ হিসেবে আখ্যায়িত করে। এ ব্যাপারে নতুন করে অভিযোগ উঠায় হোয়াইট হাউসের ওপর ক্রমেই চাপ বাড়ছে।