টিকে থাকার জন্য ভারতকে ট্রানজিট: রিজভী
ঢাকা: টিকে থাকার জন্য সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার টিকে থাকার জন্য নজরানা হিসেবে এটা করেছে। সরকারের টেরিফ কমিশন ফি নির্ধারণ করেছিল ১ হাজার ৫৮ টাকার মতো। এখন তা ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। তার মানে কী এটা দেশের স্বাধীনতাকে বিক্রি করলেন না? দেশের সার্বভৌমত্ব বিক্রি করলেন না? ‘ছোট্ট একটা দেশে আমাদের নিজেদের চলাচলই বিপন্ন। রোজার মাসে কি ভয়াবহ অবস্থা। ঢাকাতে চলাচল করা যায় না। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ২০ কি.মি. ৩০ কি.মি. যানজট লেগে থাকে। সেখানে আরেকটা দেশকে তার পণ্য পরিবহনে ট্রানজিট দেওয়া হচ্ছে। নদী পথে ট্রানজিট দেওয়া হচ্ছে কিন্তু সেই নদীতে পানি নেই। পানি তারা আটকে রেখেছে। সেখানে নামমাত্র মূল্যে ট্রানজিট দেওয়া হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ট্রানজিট দেওয়ার মত যে অবকাঠামো দরকার সেটা আমাদের নেই। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। সেখানে আরেকটি দেশকে যদি চলাচল করতে দেওয়া হয় তাতে বিপন্ন পরিস্থিতির সৃষ্টি হবে। সরকার নিজেরা টিকে থাকার জন্য দেশের মানুষ সার্বভৌমত্ব কোনো কিছু আমলে নেয়নি।