স্বাস্থ্যমন্ত্রীর বাসা ঘেরাও বেকার নার্সদের, আটক ২০

ঢাকা: বিপিএসসি’র মাধ্যমে নিয়োগ বাতিল ও জেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের  দাবিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভন ঘেরাও করে বিক্ষোভ করছেন আন্দোলনরত বেকার নার্সরা। এসময় পুলিশের সঙ্গে বেকার নার্সদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২০জন আটক হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২জনকে আটক করেছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডিতে নার্সরা স্বাস্থ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আন্দোলনরত নার্সদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে পুলিশ।

এতে পাঁচজন নার্স আহত হন। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই মন্ত্রীর বাসার সামনে পৌঁছে যান তারা।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়নে কয়েকবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এর মধ্যে রোববার এক অনুষ্ঠানে এক হাজার নার্স এডহক ভিত্তিতে নিয়োগ দেয়ার কথা বলেছেন মন্ত্রী। তার এ বক্তব্য এক ধরনের প্রতারণা।