বাবুলের জড়িত থাকার প্রসঙ্গ এখনো আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পু​লিশ সুপার বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘তিনি নজরদারিতে আছেন আমরা কখনো বলিনি, তাকে দায়ী করা কিংবা জড়িত কী না, সে প্রসঙ্গ এখনো আসেনি।’
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘তিনি নজরদারিতে আছেন আমরা কখনো বলিনি’।
গত শুক্রবার মধ্যরাতে পুলিশ বাবুলকে তার শ্বশুরবাড়ি থেকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলে নানা প্রশ্নের জন্ম হয়।
পুলিশ বাবুলকেও ‘সন্দেহ করছে’ বলে দুয়েকটি গণমাধ্যমে খবর আসে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারের পর তা যাচাইয়ের জন্যই বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
বাবুল আক্তারের শ্বশুরও তার বিপত্মীক জামাতাকে পুলিশি ‘হয়রানির’ সমালোচনা করেছেন।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আপনারা ধৈর্য ধরেন। গোয়েন্দারা প্রতিবেদন দিক, তারপর আমরা সব বলতে পারব। আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমরা।’