জুন মাসে সৌদি আরবের বিদেশী সম্পদ কমেছে ১৫.৯%
ডেস্ক: চলতি বছরের জুনে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের নিট বিদেশী সম্পদের পরিমাণ মে মাসের চেয়ে ১ হাজার ১০০ কোটি ডলার কমেছে। জুনে কেন্দ্রীয় ব্যাংকটির নিট বিদেশী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ২০০ কোটি ডলার। বৃহষ্পতিবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
বৈশ্বিক বাজারে তেলের কম দাম সৌদি আরবের বাজেটে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশাল বাজেট ঘাটতি পূরণে মজুদ হিসাব করেছে দেশটি। সরকারি পরিসংখ্যান অনুসারে, এক বছর আগের চেয়ে সম্পদ কমেছে ১৫ দশমিক ৯ শতাংশ, যা ২০১২ সালের পর সর্বনিম্ন। কমতে শুরুর আগে ২০১৪ সালে আগস্টে সম্পদের পরিমাণ সর্বোচ্চ ৭৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়ায়।
এদিকে সম্পদ কমার গতি মন্থর করতে বিদেশ থেকে ঋণের মাধ্যমে ঘাটতি পূরণে সচেষ্ট হয়েছে সৌদি সরকার। এ বছরের মে মাসে আন্তর্জাতিক ব্যাংক থেকে ১ হাজার কোটি ডলার সিন্ডিকেট ঋণ পেয়েছে সৌদি আরব। এছাড়া আগামী মাসগুলোতে একইিরমাণ আন্তর্জাতিক বন্ড ইস্যুর প্রত্যাশা করা হচ্ছে।
বিদেশের ব্যাংকগুলোতে আমানত আগের মাসের চেয়ে ৫ দশমিক ৮ শতাংশ কমে জুনে ১৩ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সে সঙ্গে বিদেশী সিকিউরিটিজে বিনিয়োগ ১ দশমিক ৩ শতাংশ কমে ৩৬ হাজার ৮০০ কোটি ডলার হয়েছে।