যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে উত্তর কোরিয়া
ডেস্ক : উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা প্রাক্তন এক শীর্ষ কর্মকর্তা বলেছে, নিজের শাসন হুমকির মুখে পড়লে কিম জং উন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পারমাণবিক বোমা হামলা চালাতে পারেন। লন্ডন দূতাবাসের প্রাক্তন উপরাষ্ট্রদূত থায়ে ইয়োং হো এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যশ ইনডিপেনডেন্ট বুধবার এ তথ্য জানিয়েছে।
হো বলেন, ‘কিম যদি মনে করেন তার শাসন ও পরিবার হুমকির মুখে পড়েছে, তাহলে তিনি বিপজ্জনক এই অস্ত্র ছোঁড়ার বাটন চাপ দিতে পারেন।’
যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে পারমাণবিক হামলা চালালে নিজের ধ্বংস অনিবার্য জেনেও কিম এ কাজ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যা, তিনি এ কাজ করবেন এবং ক্যালিফোর্নিয়া শহর ধ্বংস করে ফেলবেন।
পিয়ংইয়ংয়ের প্রাক্তন এই কর্মকর্তা বলেন, কিম জং উন ভালোভাবেই জানেন, কেবল পারমাণবিক অস্ত্রই তার ক্ষমতায় থাকার একমাত্র চাবিকাঠি। যদি সে ক্ষমতা হারায় তাহলে সেটাই হবে তার জীবনের শেষ দিন। তাই সে যে কোনো কিছু করে ফেলতে পারে।
এর আগে থায়ে জানিয়েছিলেন, ২০১৭ সালের মধ্যে কিম জং উন পারমাণবিক অস্ত্রের উন্নয়ন শেষ করবেন। এটি বন্ধ করতে হাজার হাজার কোটি ডলার দেয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি এটি করবেন না। এর কয়েকদিন পরেই পিয়ংইয়ং স্বীকার করে, দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় পারমাণবিক বোমা উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া।