ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের জবাবে মুহম্মদ আলী যা বলেছিলেন
ডেস্ক: গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী কট্টরপন্থী ও ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মুসলিমদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করে বিতর্কের ঝড় তুলেছিলো। বিশ্বশ্রেষ্ঠ মুষ্ঠিযোদ্ধা মুহম্মদ আলী এর কঠোর সমালোচনা করেছিলেন।
মুহম্মদ আলী বলেছিলেন, ‘যারা নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসলামকে ব্যবহার করেন, তাদের বিরুদ্ধে আমাদের মুসলিমদের সোচ্চার হতে হবে। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের ক্ষমতাকে ব্যবহার করে ইসলাম ধর্ম সম্পর্কে জানাবুঝাকে ছড়িয়ে দেয়া। এবং তাদের এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে ছদ্মবেশী খুনিরা ইসলামের প্রকৃত রূপকে আড়াল করে বিকৃত রূপকে দেখায়।’
লুইসভিলের খ্রিষ্টান একটি চার্চের প্রধান ডেরেক পেনওয়েল বলেছে, ‘এখন এমন একটি সময় যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান পদের জন্য আগ্রহী প্রার্থীরা (ট্রাম্প) আমাদের তাদের সম্পর্কে শঙ্কিত হতে উৎসাহ দেন যারা আমাদের থেকে ভিন্ন (মুসলিম)। এই সময়ে আমাদের ঠিক মোহাম্মদ আলীরই কণ্ঠস্বর দরকার, দরকার তার উপস্থিতি।’
২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার পর মোহাম্মদ আলীও তৎক্ষণাৎ সব মুসলিমকেই ‘চরমপন্থি’ আখ্যা দেয়ার বিরুদ্ধে আমেরিকানদের সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম সন্ত্রাসবাদ বা মানুষ হত্যাকে সমর্থন করে না। আমি এ কারণে ক্ষুব্ধ যে বিশ্বকে দেখতে হয়েছে, ইসলাম ধর্মেরই অনুসারী একটি দল এমন ধ্বংসাত্মক কাজ করেছে। কিন্তু তারা প্রকৃত মুসলিম নয়। তারা বর্ণবাদী ধর্মান্ধ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, হাজার হাজার মানুষের হত্যাকে অনুমোদন করে।’