অপচয়কৃত সম্পদ অনেক বঞ্চিত মানুষের অভাব মিটাতে পারে

মুহম্মদ আবু সা’দ: অপচয়কারী শয়তানের ভাই। অপচয়ের সাথে অলসতার রয়েছে গভীর বন্ধন। অলসতা অপচয়ের অন্যতম কারণ। প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও এদেশের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে অর্থাৎ কোনো রকম দিন আনে দিন খায়। অথচ এক শ্রেণীর মানুষ সম্পদের অপচয় করেই যাচ্ছে। এই অপচয় আংশিক রোধ করতে পারলেও অনেক মানুষ দারিদ্র্যসীমার উপরে আসতে পারতো।

ঢাকা মেগাসিটির সুপেয় পানির অভাব দীর্ঘ দিনের। মহানগরের জনসংখ্যা বৃদ্ধির সাথে যেন তাল রাখতে পারছে না। এমন পরিস্থিতে বিশুদ্ধ পানির দারুন অপচয় হচ্ছে। প্রতি দিন ৫৭ কোটি লিটার পানি এই মহানগরীতে অপচয় হচ্ছে। এ অপচয়ের মূলে রয়েছে অবহেলা আর অলসতা। যেমন কোনো ব্যবহারকারী একটা ট্যাপ খুলে পানি ব্যবহার করলো কিন্তু যাবার সময় ট্যাপটি বন্ধ করে গেল না। অন্য কোনো ব্যবহারকারী না আসা পর্যন্ত পানি অপচয় হতেই থাকবে। অনেক সময় জনসাধারণের ব্যবহারের ট্যাপগুলি নষ্ট হয়ে পানি পড়তে থাকে। ত্বরিৎ গতিতে এসব ট্যাপ মেরামতের কোনো ব্যবস্থা নাই। কর্তৃপক্ষ এবং ব্যবহারকারী ব্যক্তি/সংস্থা একটু সচেতন হলেই এই অহেতুক অপচয় বন্ধ করা যায় এবং বঞ্চিত নগরবাসী তাদের প্রয়োজন মিটাতে পারে। জাতিগতভাবে আমরা সরকারি সম্পদের অপচয় করতেই অভ্যস্ত। সকলের সচেতনতাই পারে এ অপচয় রোধ করতে।