বাংলাদেশে গ্যাস-ডিজেল পাইপলাইন স্থাপন করছে ভারত

ঢাকা: বাংলাদেশে গ্যাস-ডিজেল সরবরাহে(!) পাইপলাইন স্থাপন করতে যাচ্ছে ভারত। গতকাল দেশটির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি বিল অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে উদীয়মান ক্ষমতাধর(!) রাষ্ট্র ভারত, বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশে তেল-গ্যাস সরবাহের লক্ষ্যে ১৩১ কিলোমিটার গ্যাস-ডিজেল পাইপলাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দেশটির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

অনুমোদিত গ্যাস লাইনটি পশ্চিমবঙ্গের দাত্তাপুলিয়া হয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় এসে শেষ হবে। এছাড়া ডিজেলের লাইনটি ভারতের শিলিগুড়ি থেকে শুরু হয়ে বাংলাদেশের উত্তরবঙ্গে এসে শেষ হবে।

ভারতের তেল সচিব কে ডি ত্রিপাঠি সাংবাদিকদের জানায়, ভারত-বাংলাদেশের মধ্যে তেল-গ্যাস উন্নয়নের লক্ষ্যে এ প্রদক্ষেপ নেয়া হয়েছে। এতে দুই দেশের উন্নয়নের ধারায় আরও বিস্তার ঘটবে।

তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ হাইড্রোকার্বন সেক্টরে দুই দেশ এগিয়ে যাবে।