ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী

ঢাকা: ভারতের ‘প্রেসক্রিপশনে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও আজকের বাস্তবতা’ শীর্ষক এক আলোচনায় সভায় তিনি বলেন, ‘আ. লীগ রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্যে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। আর তাদের মনোভাব হচ্ছে, ভারত যা খুশি নিয়ে যাক, শুধু আমার ক্ষমতা টিকে থাকলেই চলবে। ‘ভারতের একটি প্রদেশের যে অধিকার আছে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও সে অধিকার আমাদের নেই।’

তিনি আরও বলেন, বিরোধী দলকে জঙ্গী বানানোর জন্য সরকার গণগ্রেফতার চালাচ্ছে। দেশব্যাপী যে অভিযান চলছে, তাতে কোনও জঙ্গী ধরা হয়নি। পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে শুধু নিরীহ জনগণকে গ্রেফতার করা হচ্ছে।’
বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই বলেও মন্তব্য করে বিএনপির ঊর্ধ্বতন এই নেতা।

নয়াদিগন্তের সম্পাদক মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক মুভমেন্টের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।