গুলিতে নিহত হলেন ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলামও

ঢাকা : গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামও চলে গেছেন না ফেরার দেশে। শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলো র‌্যাবের একজন মেজরসহ ২৫ পুলিশ সদস্য।

নাম প্রকাশ না করা শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, অপারেশন থিয়েটরের নেয়ার আগেই এসি রবিউল ইসলাম মারা যান।

এর আগে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান।

ওই রেস্টুরেন্টে গোলাগুলির সময় তারা গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানেই প্রথমে ওসি সালাউদ্দিন এবং পরে এসি রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন।

গোলাগুলির সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহসী ভূমিকা পালন করছিলেন।

এসি রবিউলের মামা মুহম্মদ জালালউদ্দিনের সঙ্গে রবিউলের স্ত্রী, সন্তান ও অন্যান্য সদস্যরাও হাসপাতালে এসেছেন। জালালউদ্দিন জানান, রবিউলের সাত বছরের একটি ছেলে আছে। রবিউলের স্ত্রী সন্তানসম্ভবা। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিবাড়ি।