ভারতে গরুর মূত্র গবেষকরা স্বর্ণ পেলেন গোমূত্রে!
নয়াদিল্লি: ভারতের গির জাতের গরুর প্রসাব পরীক্ষা করে গোমূত্র গবেষকরা স্বর্ণের সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন।
চার বছর ধরে নিবিড় গবেষণার পর ভারতের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের (জেএইউ) গবেষকরা গির জাতির গরুর প্রসাবে স্বর্ণ উদ্ধার করেছেন।
৪০০ গরুর প্রসাবের নমুনা পরীক্ষার পর গবেষকরা দেখতে পেয়েছেন, প্রতি লিটার প্রসাবে ৩ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রাম স্বর্ণ রয়েছে।
জেএইউর খ্যাতনামা খাদ্য পরীক্ষা গবেষণাগারে এই পরীক্ষা চালানো হয় বলে তারা জানান। পানিতে দ্রবণীয় লবণের আকারে স্বর্ণ পাওয়া গেছে।
গবেষণার নেতৃত্ব দেন জেএইউর বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. বি এ গোলাকিয়া।
প্রসাবের নমুনা পরীক্ষায় তিনি ক্রোমাটোগ্রাফি-মাস স্পেকট্রোমেট্রি পদ্ধতি প্রয়োগ করেন।
গোলাকিয়া বলেন, প্রাচীন সাহিত্যে গরুর মূত্রে স্বর্ণের কথা শুনেছি আমরা। কিন্তু এ নিয়ে কোনো বিশদ বৈজ্ঞানিক গবেষণা ছিল না। তাই আমরা ৪০০ গরুর মূত্র নিয়ে গবেষণা চালিয়ে স্বর্ণের সন্ধান পাই।
গোলাকিয়া জানান, রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে গরুর মূত্র থেকে স্বর্ণ আহরণ করা সম্ভব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া