রোগাক্রান্ত হওয়ায় প্রধান বিচারপতি ছুটিতে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিয়া

ঢাকা: প্রধান বিচারক সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ক্যানসারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এ কারণে তিনি ছুটিতে গেছেন। বললেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সোমবার প্রধান বিচারক সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক  মাসের  ছুটির জন্য  আবেদন করেন।

আইনমন্ত্রী বলেন, যারা প্রধান বিচারপতিকে নিয়ে গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রের জাল বুনছিল, তারাই তার ছুটিতে যাওয়ার বিষয় নিয়ে চিৎকার করছে।

আনিসুল হক বলেন, অসুস্থ মানুষ ছুটিতে যেতেই পারেন। এটি নজিরবিহীন নয়। প্রধান বিচারপতি কোনো চাপে নেই। ছুটি শেষে তিনি আবার আসবেন।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে আসার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। পরে চিঠিটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে যায়।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতির ছুটি অনুমোদনের কোনও বিষয় নেই।

সোমবার বিকালে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান।

প্রধান বিচারপতি ছুটিতে থাকার সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেন।

বিচারপতি ওয়াহহাব মিয়ার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ৩৯ দিনের অবকাশের পর মঙ্গলবার সকাল ৯টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।