আসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাতের মামলা

চট্টগ্রাম : সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার ভাইসহ ছয় জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি বেসরকারি ব্যাংকের সোয়া তিনশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শনিবার গভীর রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নগরীর ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান জানিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন- আসলামের ভাই আমজাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি ফজলুর রহমান ও  জামিলা নাজনিন মাওলা।

এর মধ্যে ওই মামলার অন্যতম আসামি আসলামের ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান বলেন, ‘আসলাম ও তার ভাই আমজাদ হোসেনসহ ছয় জনকে আসামি করে গতকাল (শনিবার) রাতে চট্টগ্রামের বেসরকারি এবি ব্যাংকের আগ্রবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।’

দুদকের চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- আসলামের আরেক ভাই আমজাদ হোসেন চৌধুরী, জামিলা নাজনিন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি ফজলুর রহমান।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ই  মে ঢাকায় গ্রেপ্তার করা হয় আসলাম চৌধুরী। এরপর তার   বিরুদ্ধে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা করা হয়।