অর্থ পাচার মামলায় তারেকের জেল, প্রতিবাদে আজ বিএনপি’র বিক্ষোভ

বিএনপি লোগো

 

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সরকার রাজনীতির মাঠ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী জানান, এই ইস্যুতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও ধারাবাহিকভাব কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইমলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।