প্রতিটি দেশেই নির্মিত হবে বাংলাদেশের নিজস্ব দূতাবাস

ডেস্ক: কূটনৈতিক সর্ম্পক থাকা প্রতিটি দেশেই বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দূতাবাসগুলোর নিজস্ব ভবন বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের প্রতীক হবে।

শনিবার (০৪ জুন) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর  স্থাপনকালে এ কথা বলেন তিনি।

জেদ্দা কনফারেন্স প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে নতুন এ ভবনের ভিত্তিস্থাপন করা হয়।

পরবর্তীতে জেদ্দাতেও বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সম্প্রতি জাপান সফরের সময় টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা দেখতে দূতাবাস কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রবাসে যারা যেখানেই কাজ করুক তাদের ভালমন্দ দেখা আমাদের দায়িত্ব।

বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখবে না। সম্মানের সাথে দেখবে।

হজযাত্রীদের সুবিধার্থে হজ অফিস জেদ্দা থেকে মক্কায় স্থানান্তর করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।