আবারো গ্যাসের দাম বাড়ালে দেশের বস্ত্রখাত মুখ থুবড়ে পড়বে

 

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: আবারো গ্যাসের দাম বাড়ালে দেশের বস্ত্রখাত মুখ থুবড়ে পড়বে, এমন আশঙ্কা এই খাতের উদ্যোক্তাদের। রাজধানীর একটি হোটেলে সকালে ওয়ার্ল্ড কটোন আউট লুক সামিট-২০১৬ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ শঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন-বিটিএমএ সভাপতি তপন চৌধরী বলেন, বর্তমানের স্পিনিং খাতের উৎপাদন ক্ষমতার পুরোটা ব্যবহার সম্ভব হলে বছরে এক কোটি বেল তুলার দরকার হবে। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। তুলা আমদানিতে গেলো এক দশকে একশো ভাগ প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান তপন চৌধুরী।

তপন চৌধুরী আরও বলেন, ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত তিনশো কোটি বেল থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে তুলা আমদানির পরিমান দাঁড়িয়েছে ছয়শো কোটি দশ লাখ বেল।