ফেসবুক হ্যাকিংয়ে জড়িত যুবক গ্রেফতার

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ

কুমিল্লা সংবাদদাতা : কোটবাড়ী এলাকা থেকে কাউছার আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের একটি দল। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, ৫ লাখ টাকা এবং প্রতারণা করে হাতিয়ে নেয়া মোবাইল ব্যাংকিংয়ের ৭৭ হাজার ৭৮৬ টাকাসহ মোট ৫ লাখ ৭৭ হাজার ৭৮৬ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলা তদন্ত করতে গিয়ে (মামলা নং- ৩৪/০৭/২০১৯) এ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লার কোটবাড়ী এলাকার শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল হোস্টেলের একটি কক্ষ থেকে বুধবার রাত সাড়ে ৯টায় প্রযুক্তির মাধ্যমে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

সে ফেসবুক আইডি ফিশিং লিংকের মাধ্যমে হ্যাক করে আইডির টাইমলাইনে ও ইনবক্সে অশ্লীল ছবি/ভিডিও, অশ্লীল কথাবার্তা লিখে পেস্ট করে মানসম্মানহানির ভয় দেখিয়ে আইডি ফেরৎ দেয়ার শর্তে বিভিন্ন অংকের টাকা দাবি করতেন।
বেশ কয়েকজন ভুক্তভোগী ইতোমধ্যে হ্যাকারকে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে বাধ্য হয়। মোবাইল ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্ক্রিল, জিমেইল ও প্রযুক্তির সাহায্যে হ্যাকারকে শনাক্ত করে আটক করা হয়।

গ্রেফতারকালে আসামির ব্যবহৃত স্মার্টফোনে মামলার বাদীর ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করে এবং কৌশলে ক্ষতিগ্রস্তদের আইডি ফেরৎ দেয়ার কথা বলে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছে টাকা প্রেরণ করার কথা বলতো।