৪ মিটার সরু বাড়ির দাম ১৯ কোটি!

৪ মিটার সরু বাড়ির দাম ১৯ কোটি!

নিউজ ডেস্ক: বাড়িটি মাত্র ৪ মিটার চওড়া। দুই বাড়ির মাঝখানে এমনভাবে স্যান্ডউইচের মতো চেপে আছে যে অনেক সময় দ্রুতগতি পথচারির নজরে নাও পড়তে পারে এই বাড়ি। লন্ডনের এই বাড়িটিই বিক্রি হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটির টাকাও বেশি দামে।

এতো সরু বাড়িতে মানুষ থাকবে কিভাবে? নিশ্চয় এই প্রশ্নটাই সবার আগে মাথায় আসে। সরু হলেও কেনসিংটন এলাকায় অবস্থিত এই বাড়িটির মোট জায়গা ১৫৮৭ স্কয়ার ফিট।

বাড়িটির নিচের তলায় আছে খাবার ঘর, বসার ঘর আর আধুনিক রান্নাঘর। উপরের তলায় আছে তিনটি শোওয়ার ঘর। এছাড়া হয়েছে বসার ঘর পর্যাপ্ত আলো-বাতাস আসার সুবিধা,ছোট্ট একটা বাগান, সার্বক্ষণিক পানির সুবিধা তো আছেই। মোট কথা একটা আদর্শ বাড়িতে যা যা থাকা দরকার তার সবই আছে এই বাড়িটিতে। তাই ছোট কোনো পরিবারের থাকতে একদমই অসুবিধা হবে না।

তবে এতো সরু বাড়ির এতো দাম হাঁকার পেছনে অবশ্য আরও কারণ আছে। কেনসিংটন এলাকা বসবাসের জন্য লন্ডনবাসীদের পছন্দের শীর্ষে। মূলত ওই এলাকায় অবস্থানের কারণেই এতো দামে বিক্রি হচ্ছে বাড়িটি।