১০ দিনের মধ্যে দাম কমছে জ্বালানি তেলের

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পরিপত্র জারি করা হবে।

বুধবার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অকটেন ও এমএসের ১০ থেকে ১৫ টাকা, ডিজেলের দাম চার থেকে পাঁচ টাকা ও কেরোসিনের দাম পাঁচ থেকে ছয় টাকা দাম কমানো হবে। যেদিন পরিপত্র জারি করা হবে, তার তিন দিন আগে পাম্প মালিকদের এ ব্যাপারে জানানো হবে।

তেলের দাম কমানোর আগেই অনেকে পাম্প বন্ধ করে ফেলা হয়েছে বলে জানান নসরুল হামিদ। তিনি বলেন, পরিপত্র জারির পর যেসব পাম্প বন্ধ পাওয়া যাবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ভেজাল তেল ও মাপে কম দেয় এমন ৩৫০টি পাম্প চিহ্নিত করা হয়েছে। এগুলোর লাইসেন্স পর্যায়ক্রমে বাতিল করা হবে। এসব পাম্পের ব্যাপারে আরো তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

দাম কমানো হলে পাম্প মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন কি না- জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, দাম সমন্বয় হলে পাম্প মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন না।