হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগী ভর্তির হার

হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগী ভর্তির হার

নিউজ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। গত ৭ আগস্ট পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ গত তিন দিনের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পর্যায়ক্রমে কমছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর সরকারি-বেসরকারি ৪০টি হাসপাতালে পরিসংখ্যান অনুসারে ৭ আগস্ট ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৭৫। ৮ আগস্ট তা কমে দাঁড়ায় ১ হাজার ১৫৯ জন ও ৯ আগস্ট তা আরও কমে ৯৪৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ঢাকার বাইরে ৭ আগস্ট রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৩ জন। ৮ আগস্ট রোগীর সংখ্যা ১৪ জন কমে ১ হাজার ১৬৭ জনে দাঁড়ায়। আজ ৯ আগস্ট রোগীর সংখ্যা কমে ১ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ২ হাজার ২ জন ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৪৭ জন ও বিভাগীয় হাসপাতালে ১ হাজার ৫৫ জন।

রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ৮০, মিটফোর্ডে ৬৩, ঢাকা শিশু হাসপাতালে ৪৭, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৩, বিএসএমএমইউতে ৩৬, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৪, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৮ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৩৮, চট্টগ্রামে ২২৩, খুলনায় ১৪৯, রংপুরে ৭৫, রাজশাহী ১০৪, বরিশালে ১৬৭, সিলেটে ২৯ ও ময়মনসিংহ বিভাগে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৮৭৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮ হাজার ৭৬৩ জন।