সেনা প্রধানের মেয়াদ ৬ মাস বাড়িয়ে, পাকিস্তানের শীর্ষ আদালতের রায়

পাকিস্তানের শীর্ষ আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে এই মেয়াদ বাড়ান আদালত।

বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারক বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে ঘোষণা দেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।

আদালতের রায়ে বলা হয়েছে, সেনাপ্রধানের মেয়াদ নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদকে আইন প্রণয়ন করতে হবে।

পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার আশ্বস্ত করেন, ফেডারেল সরকার এ বিষয়ে সংসদে আইন প্রণয়ন করবে।

আদালত এখন বিষয়টি সংসদে ছেড়ে দিয়েছেন বলে তিন সদস্যের বিচারকের বেঞ্চ যোগ করেন।

এদিন শুনানিতে আদালতের পক্ষ থেকে সংসদকে ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন তৈরি করতে নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে নিয়োগ অবৈধ।

তিন বছর দায়িত্ব পালনের পর জেনারেল বাজওয়ার মেয়াদ ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিলো। গত আগস্টে আরো তিন বছরের জন্য তার মেয়াদ বৃদ্ধি করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আদালতের এই রায় নজিরবিহীন। পাকিস্তানের সেনাবাহিনীকে দেশের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান বলে মনে করা হয়। দেশটির ৭২ বছরের ইতিহাসে অধিকাংশ সময় একে শাসন করে সেনাবাহিনী। অনেক জেনারেল তার নির্দিষ্ট মেয়াদের চেয়ে অনেক বেশি সময় ক্ষমতায় থেকেছেন।

তবে এবার সুপ্রিম কোর্ট সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলে, যা দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশটির অনেকের জন্য ছিলো অপ্রত্যাশিত। দেশটির সাধারণ মানুষ সেনাবাহিনীকে তার নিজস্ব পথে চলতে দেখতেই অভ্যস্ত।

প্রধান বিচারপতি খোসা আদালতকে বলেন, সেনাপ্রধানের কমান্ড, শৃঙ্খলা, প্রশিক্ষণ, প্রশাসন, প্রতিষ্ঠান ও সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতির দায়িত্বের কথা বিবেচনা করে আমরা সংযম দেখাচ্ছি। আমরা মনে করি বিষয়টি পার্লামেন্টের হাতে ছেড়ে দেয়া ভালো হবে।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

২০১৬ সালে ব্যাপক জনপ্রিয় সেনাপ্রধান রাহিল শরিফের স্থলাভিষিক্ত হন জেনারেল বাজওয়া।