সুগন্ধ বাড়াবে স্মৃতিশক্তি!

সুগন্ধ বাড়াবে স্মৃতিশক্তি!

নিউজ ডেস্ক: স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে বয়স্করা।

সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, সুগন্ধ শুঁকেই স্মৃতিশক্তিজনিত সে সমস্যার সমাধান সম্ভব।

মূলত সুগন্ধী তথা আতর ব্যবহার করা সুন্নত মুবারক।

ইংল্যান্ডের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি দল এ সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের গবেষণা কেন্দ্রীভূত ছিল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করার দায়িত্ব সংক্রান্ত স্মৃতির বিষয়ে।

গবেষকরা সমীক্ষা চালিয়ে দেখেছে, সুঘ্রাণে বেড়ে যায় বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি। ৬৫ বছরের বেশি বয়সি ১৫০ জন মানুষের ওপর রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল লাভ করেছে তারা।

তবে স্মৃতির ওপর এ জাতীয় সুগন্ধের প্রভাব কতটা স্থায়ী হবে সে বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা।