শফিক রেহমান আরো তিনজনের নাম বলেছে – ডিবি

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: বিতর্কিত সাংবাদিক শফিক রেহমান দ্বিতীয় দফা রিমান্ডের শুরুতে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে জড়িত আরো তিনজনের নাম বলেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। রোববার পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের আইনের আওতায় আনা হবে।’ ওই তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। তবে তারা তিনজনই বাংলাদেশী দাবি করে তিনি বলেন, ‘তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তাদের কেউ প্রবাসে, কেউ বাংলাদেশে থাকে।’

মনিরুল আরো বলছেন, জিজ্ঞাসাবাদে শফিক রেহমান এফবিআই এজেন্টকে দেয়া অর্থের উৎস সম্পর্কে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছে। ‘প্রথমে জানতাম অল্প অর্থ দেয়া হয়েছে। শফিক রেহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জয় সম্পর্কিত তথ্য পেতে ৩০ হাজার ডলার দেয়া হয়েছে।

কিছু অর্থ সে নিজের নামে দিয়েছে। আর বাকি ডলার কোথা থেকে এসেছে তাও বলেছে।’ শফিক রেহমানের দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানান মনিরুল।