লিটন নন্দীর বিরুদ্ধে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ:পার্থিতা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক:ছাত্রলীগনূরুল হক নুরু, অনিক ও লিটন নন্দীর প্রার্থিতা বাতিল করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ সমর্থিত জিএস প্রার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি অভিযোগ করেন, ‘ওরা প্রশাসনকে জিম্মি করে এবং ব্যালট পেপার ছিনতাই করে তা ছড়িয়ে দেয়। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল করে মামলা করা হোক।’

সোমবার (১১ মার্চ) ১২টার পর রোকেয়া হলে তিন ট্রাঙ্ক ব্যালট উদ্ধার হয়। এসব ব্যালট বাইরে আসার পর হলে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘যেভাবে কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগ অফিসে গুম করা হয়েছে, বোনদের ধর্ষণ করা হয়েছিল বলে প্রচার করা হয় তেমনটােই এখানেও করার চেষ্টা করা হয়েছে।’
এর আগে তিনটি ট্রাঙ্কে রাখা ব্যালট উদ্ধার করে রোকেয়া হল শিক্ষার্থীরা। এইসব ব্যালেট কোথা থেকে বাইরে আসলো জানতে চাইলে রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘দরজা ভেঙে বের করেছে, এসব হল সংসদে ছিল। এধরনের পরিস্থিতি তৈরির জন্য কোটা আন্দোলনের নুর, ছাত্রদলের অনীক ও বামজোটের লিটন নন্দী জড়িত।