যে উপত্যকায় গেলেই মৃত্যু

নিউজ ডেস্ক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বরফে মোড়ানো একটি ছোট্ট আগ্নেয়গিরির উপত্যকা। সেখানেই লুকিয়ে আছে হাজারো রহস্য। সেখানে রহস্য এবং জীববৈচিত্র্য যেন একে অপরের সঙ্গে পাল্লা দেয়।

হিমশীতল ওই উপত্যকার পরতে পরতে যত রহস্য, তার কূলকিনারা করতে পারেনি কেউ। ১.২ কিলোমিটার দীর্ঘ ওই এলাকায় জীবজন্তু প্রবেশ করে। তবে আর বাইরে বের হতে পারে না। গ্রীষ্মে যখন বরফ গলতে শুরু করে, এই উপত্যকায় ঢোকে খরগোশ, পাখিসহ বিভিন্ন জীবজন্তু। তাদের মধ্যে বেশিরভাগই তৎক্ষণাৎ সেখানে মারা যায়। এই মৃত পশুদের খাওয়ার লোভে সেখানে প্রবেশ করে নেকড়ের মতো শিকারি পশুরাও। শিয়াল, ঈগল থেকে শুরু করে ভালুকের মতো বড় প্রাণীও সেখানে প্রবেশ করে। তবে কেউ আর ফিরে আসে না বললেই চলে।

কীভাবে মৃত্যু হয় প্রাণীগুলোর, সেটিই বড় রহস্য। তীব্র ঠান্ডায় প্রাণীগুলোর নিথর দেহ দিনের পর দিন অবিকৃত পড়ে থাকে। তাদের দেহে অসুখ বা আঘাতের চিহ্ন দেখা যায় না।