যেখানে-সেখানে ময়লা ফেললে জরিমানা : সাঈদ খোকন

ঢাকা: যেখানে-সেখানে যত্রতত্র ময়লা ফেললে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, “কেউ যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নোংরা করলে তাদের জরিমানা করা হবে। এ শহরকে সবাই নিজ বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের মতো ভালোবাসতে হবে।”
মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বংশাল থানাধীন ফজলুল করিম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, “ময়লা ফেলার জন্য আগামী ১০ দিনের মধ্যে ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৫ হাজার ৭০০টি বিন বসানো শেষ হবে।”

তিনি বলেন, “করপোরেশনের নির্ধারিত ডাস্টবিন ও কনটেইনারে সন্ধ্যা ৭টার পর ময়লা-আবর্জনা ফেলতে হবে। তাহলেই এ নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সুন্দর নগরে পরিণত করা সম্ভব হবে।”

ঢাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, মাদকদ্রব্য নিবারণ সংস্থার (মানস) সভাপতি অরূপ রতন চৌধুরী, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।

‘পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সচেতনতাই শক্তি’ শীর্ষক এ সভার আয়োজন করে ঢাকা ফাউন্ডেশন।