যানজট: দিনের শুরুতে যেমন শেষেও একই ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এতো এতো উন্নয়ন কাজ হচ্ছে কিন্তু ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না। মূলত এ দিকে সংশ্লিষ্টদের কেউ নজরই দিচ্ছে না। প্রতিদিন সকালে অফিস যেতে যে ভোগান্তি পোহাতে হয় তা রীতিমতো যুদ্ধ জয় করার মতো। একে তো গণপরিবহন সংকট, তার ওপর ২০ মিনিটের পথ যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে।
সোমবার সকালে এমনই ক্ষোভের কথা জানাচ্ছিলেন বিজয়নগরের একটি সিকিউরিটি হাউসের কর্মকর্তা আসাদুজ্জামান বাপ্পী। তিনি জানালেন, প্রতিদিন সকালে শাহজাদপুর থেকে বাসে চেপে বিজয়নগর যেতে হয়। অনেক সময় যানজটের কারণে সঠিক সময়ে অফিসে যেতে পারেন না। তাই হাতে এক ঘণ্টা বেশি সময় নিয়ে বের হতে হয়।
যানজটের কারণে এমন অভিজ্ঞতা রাজধানীর প্রায় প্রতিটি মানুষের। একদিকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা যেমন ভোগান্তি পোহাচ্ছেন, অন্যদিকে গণপরিবহনের চালকরাও যানজটে অতিষ্ঠ। তারাও বলছেন, এ পরিস্থিতি থেকে উন্নতি করতে না পারলে রাজধানী বসবাসের অনুপোযোগী হয়ে যাবে।