যাত্রী সংকটে ঢাকা-পটুয়াখালী নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

পটুয়াখালী সংবাদদাতা: যাত্রী সংকটের অজুহাতে ঢাকা-পটুয়াখালী নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে ঢাকা অভিমুখে দুটি ডাবলডেকার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও যায়নি।

সন্ধ্যায় পটুয়াখালী নদী বন্দরে গিয়ে দেখা যায়, ঘাটে এমভি সুন্দরবন ১৪ এবং এমভি প্রিন্স আওলাদ ৭ লঞ্চ ঘাটে অবস্থান করছে।

এমভি সুন্দরবন ১৪ এর সুপারভাইজার মো. ইউনুচ হোসেন বলেন, পটুয়াখালী থেকে ঢাকা যেতে আমাদের অন্তত দুই লাখ টাকা খরচ হয়। আজ কেবিনে এবং ডেকে কোনো যাত্রী না থাকায় আমরা লঞ্চ ছাড়িনি।’

এদিকে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ রাখায় অনেক যাত্রীই বিপাকে পড়েছেন। সদর উপজেলার কমলাপুর থেকে আসা যাত্রী হোসেন আলী বলেন, ‘সকালে ঢাকা দিয়া পটুয়াখালী আইছি। এহন আবার যাইতে চাইছিলাম, বাড়ি দিয়া মেলা কইরা আইছি এহন হুনতেছি লঞ্চ ছাড়বে না। কী করমু আবার দেড়-দুইশ টাকা খরচ কইরা বাড়ি যাইতে হইবে।’