মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই শিশুর মুক্তির আদেশ চেয়ে বিচারপতিকে আইনজীবীর চিঠি

মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই শিশুর মুক্তির আদেশ চেয়ে বিচারপতিকে আইনজীবীর চিঠি

আন্তার্জাতিক ডেস্ক: মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই শিশুর মুক্তির আদেশ চেয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে একটি চিঠি পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট ও উচ্চ আদালতের রায় এতে সংযুক্ত করা হয়েছে। চিঠিটি সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতাধীন আবেদন হিসেবে বিবেচনা করে শিশুদের তাৎক্ষণিক মুক্তির আদেশ প্রার্থনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাল্য বিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের দণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট। নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া এ দণ্ড দিয়েছেন।

বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ৭২ ডিএলআরে প্রকাশিত একটি রায় উল্লেখ করে চিঠিতে বলা হয়, ওই রায় অনুযায়ী শিশু আইনের অধীনে মোবাইল কোর্টের কোনো এখতিয়ার নেই। ফলে দুই শিশুর সাজা এখতিয়ার বহির্ভূত।