মশা থেকে বাঁচতে, কথা বলুন মেয়রের সাথে

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেছেন, মশা নিধন কার্যক্রমে সংশ্লিষ্ট কোনো কর্মী যদি অবহেলা করে তবে তার মুঠোফোনে সরাসরি কল দিতে। মেয়রের মুঠোফোন নাম্বার : ০১৭১১৫৬৪৯৮৭। তিনি বলেন, আগামী ৭ দিন চলবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম। এই সিটির অধীনে প্রতিটি মহল্লার প্রতি গলিতে চলবে এ অভিযান। মেয়র নিজে এই কাজের তদারকি করবেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ‘প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে। তবেই ঢাকা শহরের পাহাড়সম সমস্যাগুলোর সমাধান সহজেই সম্ভব হবে।’

মেয়র বলেন, ‘আগামী ৬ মাসের মধ্যে ৫০০০ ডাস্টবিন বসানো হবে দক্ষিণ সিটির অধীনে। কিন্তু শহরটাকে পরিচ্ছন্ন রাখতে শুধু ডাস্টবিন বসালেই চলবে না বরং তা ব্যাবহারে জনগণকে সচেতন হতে হবে।’