ভারতে ভয়াবহ ছত্রাকের সন্ধান

ভারতে ভয়াবহ ছত্রাকের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: বিজ্ঞানীরা ভারতের একটি সমুদ্র তীরে মারাত্মক একটি ছত্রাকের সন্ধান পেয়েছেন। একাধিক ওষুধ প্রতিরোধী এই ছত্রাকের (সুপারবাগ) কারণে পরবর্তী প্রাণঘাতী মহামারি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ক্যানডিডা অরিস বা সি. অরিস নামের এই ছত্রাকটির সন্ধান মিলেছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সুপারবাগ আবিষ্কারের গবেষণাটি গত ১৬ মার্চ এমবায়ো জার্নালে প্রকাশ হয়েছে। গবেষকরা জানায়, সমুদ্র তীরে পাওয়া সি. অরিস একাধিক ওষুধ প্রতিরোধে সক্ষম। লবণাক্ত এলাকায় যেসব সি. অরিস পাওয়া গেছে তা একাধিক ওষুধ প্রতিরোধে সক্ষম এবং বেশি তাপমাত্রায় খুব ধীর গতিতে বাড়ে।

উল্লেখ্য, ২০০৯ সালে জাপানে প্রথম ‘সি অরিস’র অস্তিত্ব মেলে। পরবর্তীতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সমুদ্র তীরবর্তী এলাকায় গবেষকরা এর খোঁজ পেলেও ভারতে এই প্রথম দেখা গেল ‘সি অরিস’।