ভারতে ধর্ষণে শীর্ষে পশ্চিমবঙ্গ

ঢাকা: ভারতের রাজ্যগুলোর মধ্যে ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে পশ্চিমবঙ্গে। সর্বশেষ দুই বছরের জরিপ অনুসারে এ তথ্য উঠে এসেছে। সংসদে এক প্রশ্নের উত্তরে দেশটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই প্রতিভাই চৌধুরী জানান, ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ধর্ষণের মামলায় এক নম্বরে স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

তিনি আরো জানান, পশ্চিমবঙ্গে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১৬৫৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার প্রদেশ। সেখানে একই সময়ের মধ্যে সময়ে নথিভুক্ত ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৮৪টি। থানায় মামলার ওপর ভিত্তি করে দুই বছর পরপর এই তালিকা তৈরি করে ভারত সরকার।

সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ধর্ষণ সংক্রান্ত একটি প্রশ্ন করেন সাংসদ বি সেনগুত্তুভান। সেখানে তিনি ওই তথ্য জানিয়েছেন। পরিসংখ্যান অনুসারে, পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনায় ১৮৪৮ জন গ্রেপ্তার হলেও, দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ৫৭ জন। অপরাধীকে সাজা প্রদানের ক্ষেত্রে ভারতে পশ্চিমঙ্গের অবস্থান ২৮তম।