বুধবার নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

নির্বাচন পেছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এই জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বুধবার ১২টায় আমরা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাব। এ সময় জাতীয় নেতারাও যাবেন। আমরা একাদশ নির্বাচন এক মাস পিছিয়ে দিতে নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ করব। আশা করছি নির্বাচন কমিশন আমাদের কথা রাখবেন।