বাস ভাড়া কমলো প্রতি কি.মি. ৩ পয়সা, ১৫ মে থেকে কার্যকর

নিউজ নাইন২৪, ঢাকা: জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, আগামী ১৫ মে থেকে নতুন ভাড়া কার্যকর হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, নতুন ভাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাদে সারাদেশে কার্যকর হবে।

এর আগে গতকাল সোমবার বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটি বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ কিলোমিটার প্রতি ৩ পয়সা ভাড়া কমানোর প্রস্তাব দিলেও বাস মালিকরা ২ পয়সা ভাড়া কমাতে রাজি হন।

সভায় বাস মালিকরা জানান, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরও ২১টি বিষয় জড়িত, যেগুলোর দাম কমেনি।

সর্বশেষ বাস ভাড়া বেড়েছিল ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর। এসময় দশ পয়সা হারে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়।