বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের টয়লেট থেকে উদ্ধার ১২ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১২ কেজি সোনা উদ্ধার করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, দুবাই থেকে সোমবার সকালে ঢাকায় আসা বিমানের ফ্লাইট বিজি-১২৮ থেকে এনএসআইয়ের সহায়তায় ওই সোনা উদ্ধার করা হয়।

“বিমানের টয়লেটে আয়নার পেছনে টেপ মোড়ানো অবস্থায় লুকানো ছিল সোনাগুলো। টেপ খুলে মোট ১০৬টি সোনার বার পাওয়া গেছে, যার ওজন ১২ কেজি।”

অথেলো চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। কারা ওই সোনা সেখানে রেখে গেছে তা তারা তদন্ত করে দেখবেন।